বিভিন্ন ইউনিটের কার্যক্রম / পরিকল্পনা
Line
Page_right
 
পরিকল্পনা ইউনিট

ভূমিকা :
১৯৯২ সালে পরিকল্পনা কমিশন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সুপারিশক্রমে, পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন পরিকল্পনা ইউনিট গঠন করা হয়। এই ইউনিট গঠনের অন্যতম উদ্দেশ্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও উন্নয়ন সহযোগীদের সাথে যোগাযোগের মাধ্যমে সঠিক পরিকল্পনা প্রণয়নে সহায়ক ভূমিকা পালন করা। এরই ধারাবাহিকতায় HPSP (১৯৯৮-২০০৩), HNPSP (২০০৩-২০১১) ও HPNSDP (২০১১-১৬) এর বাস্তবায়নে এ ইউনিট সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।

বর্তমানে স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচীর (HPNSDP) আওতায় ২০১১-২০১৬ মেয়াদী বাস্তবায়নাধীন উন্নয়ন খাতে গৃহীত কর্মসূচীর পরিকল্পনা প্রণয়ন, পরিকল্পনা প্রণয়নে সহায়তা করা এবং উন্নয়ন কর্মসূচী বাস্তবায়ন পরিবীক্ষণ করা পরিকল্পনা ইউনিটের প্রধান কাজ। এ ইউনিটের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হল স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর উন্নয়ন কর্মসূচীর (HPNSDP) আওতায় ২০১১-২০১৬ মেয়াদী প্ল্যানিং মনিটরিং এন্ড ইভালুয়েশন-এফপি অপারেশনাল প্ল্যানের বাস্তবায়ন করা। স্থানীয় পর্যায়ে পরিকল্পনা (এলএলপি) এই অপারেশনাল প্ল্যানের একটি গুরুত্বপূর্ণ উপাদান।

প্রজননস্বাস্থ্য সেবা :
পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবা (RH:FP-MCH) কার্যক্রমের সাথে সম্পৃক্ত বেসরকারী প্রতিষ্টানসমূহের অধিভূক্তিকরণ ও নবায়ন প্রদানে পরিকল্পনা ইউনিট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সকল অবকাঠামো নির্মাণ, মেরামত, সংস্কার সংক্রান্ত প্রস্তাব যাচাই-বাছাই করে অগ্রাধিকার তালিকা প্রস্তুত করে তা মস্ত্রণালয়ে প্রেরণ করে থাকে।

উদ্দেশ্য :
প্ল্যানিং মনিটরিং এন্ড ইভালুয়েশন-এফপি অপারেশনাল প্ল্যানের প্রধান উদ্দেশ্য হল পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন অপারেশনাল প্ল্যানসমূহ প্রণয়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নে সহায়তা ও সমন্বয় সাধন এবং ২২টি দূর্গম ও নিম্নঅগ্রগতি সম্পন্ন জেলায় স্থানীয় পর্যায়ে পরিকল্পনা (এলএলপি) বাস্তবায়ন।

কার্যক্রমসমূহ :

  • বাংলাদেশ জনসংখ্যা নীতি- ২০১২ প্রণয়নে সহায়তা প্রদান।
  • সমন্বয় সাধন ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন অপারেশনাল প্ল্যান/ প্রকল্প প্রস্তুতিতে সহায়তা করা।
    • মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, আইএমইডি, অন্যান্য সরকারি এবং উন্নয়ন সহযোগী সংস্থার সাথে পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন বিষয়াবলীর সমন্বয় সাধন।
    • পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন প্রকল্প/ অপারেশনাল প্ল্যান প্রণয়ন, সংশোধন ও অনুমোদনের জন্য পরীক্ষা, পর্যালোচনা এবং প্রক্রিয়াকরণ বিষয়ে সহযোগিতা করা।
    • অপারেশনাল প্ল্যান প্রণয়ন কার্যক্রমে লাইন ডাইরেক্টরদের সাথে সমন্বয় সাধন।
    • বার্ষিক উন্নয়ন কর্মসূচি (ADP) / সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচি (RADP), মধ্যমেয়াদি বাজেট কাঠামোর আওতায় (MTBF) ইত্যাদি প্রণয়নপূর্বক অনুমোদনের নিমিত্তে মন্ত্রণালয় ও পরিকল্পনা কমিশনে প্রেরণ।
  • কর্মসূচি পরিবীক্ষণ।
    • বাস্তবায়নাধীন সকল উন্নয়ন কর্মসূচি পরিবীক্ষণের লক্ষ্যে অধিদপ্তরে নিয়মিত পর্যালোচনা, ফলোআপ করা এবং পর্যালোচনা প্রতিবেদন মন্ত্রণালয়ে প্রেরণপুর্বক পরিবীক্ষণে সহায়তা করা।
    • Annual Program Review (APR) / Mid Term Review ( MTR) কার্যক্রম অনুষ্ঠান আয়োজনে সহায়তা করা।
    • সরকারের বিভিন্ন ডকুমেন্ট ও চুক্তিপত্রের ওপর মতামত প্রদান।
  • লোকাল লেভেল প্ল্যানিং।

এ ওপির আওতায় দেশের দুর্গম ও নিম্নঅগ্রগতিসম্পন্ন ২২টি জেলার ১৮৮টি উপজেলায় লোকাল লেভেল প্ল্যানিং কার্যক্রম চলছে। এর মধ্যে ৭টি বিভাগের ৭টি জেলার ১৪টি উপজেলা পাইলট এলএলপি কার্যক্রমের অন্তর্ভুক্ত। এলএলপির আওতায় গৃহীত উল্লেখযোগ্য কাজসমূহ নিম্নরূপ-

  • সীমিত সম্পদ ব্যবহার করে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে পরিবার পরিকল্পনা কার্যক্রমের অগ্রগতির ধারা উন্নয়নে লোকাল লেভেল প্ল্যানিং বাস্তবায়ন করা।
  • উপজেলা প্ল্যানের ভিত্তিতে সমন্বিত প্রতিবেদন প্রস্তুত ও অন্যান্য লাইন ডাইরেক্টরসহ সংশ্লিষ্টদের নিকট প্রেরণ।
  • স্থানীয় পর্যায়ে পরিকল্পনা হতে প্রাপ্ত চাহিদাসমূহ বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে অর্ন্তভূক্তকরণে লাইন ডাইরক্টরগণের নিকট প্রস্তাব প্রেরণ।
  • স্থানীয় পর্যায়ে পরিকল্পনার আওতায় উপজেলা পর্যায়ে আর্থিক সহায়তা প্রদান।
  • মনিটরিং টুলের মাধ্যমে লোকাল লেভেল প্ল্যানিং কার্যক্রম মনিটরিং করা।
  • জিও-এনজিও কার্যক্রম :
  • বর্তমানে সারাদেশে প্রায় ২১০টি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) জাতীয় ও স্থানীয় পর্যায়ে পরিবার পরিকল্পনা, মা ও শিশুস্বাস্থ্য সেবা কার্যক্রমের সাথে সম্পৃক্ত। এ সকল বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) কার্যক্রম বাস্তবায়নে সহায়তার জন্য সুনির্দিষ্ট নীতিমালার আলোকে প্রতিষ্ঠানসমূহের অধিভুক্তিকরণ ও নবায়ন প্রদান করা।
  • এছাড়া এ সকল বেসরকারি প্রতিষ্ঠানের (এনজিও) কার্যক্রম মনিটরিং ও সুপারভিশন করা।
  • জিও-এনজিও সমন্বয় জোরদারকরণে সভা আয়োজন।

অর্জন :

  • উপজেলা স্টেকহোল্ডার ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা আয়োজনের মাধ্যমে ২২টি জেলার ১৮৮টি উপজেলায় ৩ বছর মেয়াদী উপজেলার পরিকল্পনা প্রণয়ন।
  • ১৮৮টি উপজেলা প্ল্যানের ভিত্তিতে সমন্বিত প্রতিবেদন প্রস্তুত ও অন্যান্য লাইন ডাইরেক্টরসহ সংশ্লিষ্টদের নিকট প্রেরণ।
  • কমিউনিটি ক্লিনিকে কর্মশালা, স্যাটেলাইট ক্লিনিক ও উঠোন বৈঠকে সভা আয়োজন।
  • ১৪টি পাইলট উপজেলায় প্রসূতি মা ও নবজাতক শিশু কিট সরবরাহ।
  • মনিটরিং টুলের মাধ্যমে লোকাল লেভেল প্ল্যানিং কার্যক্রম মনিটরিং।
  • পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৭টি অপারেশনাল প্ল্যানের বার্ষিক উন্নয়ন কর্মসূচী ও সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচী প্রণয়ন।
  • পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৭টি অপারেশনাল প্ল্যানের বার্ষিক কর্মপরিকল্পনা প্রনয়ণ।
  • APR এর সুপারিশের ভিত্তিতে তৈরিকৃত Action Plan এর সমন্বিত অগ্রগতি তৈরি।
  • পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন ৭টি অপারেশনাল প্ল্যানের বার্ষিক অগ্রগতি প্রতিবেদন প্রণয়ন।
  • অগ্রগতি পর্যালোচনার জন্য প্রতি মাসে মনিটরিং সভার আয়োজন।
  • মনিটরিং রিপোর্ট তৈরি ও তা যথাসময়ে মন্ত্রণালয়ে প্রেরণ।
  • IMED ফরমেট এর মাধ্যমে সকল উন্নয়ন কর্মসূচীর তথ্য প্রক্রিয়াকরণ।
  • উন্নয়ন কর্মসূচী তৈরি ও কর্মসূচী মনিটরিং করার নিমিত্ত কর্মশালা আয়োজন।
  • বাংলাদেশ জনসংখ্যা নীতি-২০১২ প্রকাশ এর ব্যবস্থা গ্রহণ।
  • ২০১২-২০১৩ অর্থবছরে ৫২টি বেসরকারি প্রতিষ্ঠান (এনজিও) কে সুপারভিশন, মনিটরিং ও নবায়ন।
 
 
 
Line