বিভিন্ন ইউনিটের কার্যক্রম / উপকরন ও সরবারহ
Line
Page_right
 
উপকরণ ও সরবরাহ ইউনিট

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপকরণ ও সরবরাহ ইউনিট জনসংখ্যা সেক্টর কর্মসূচী বাস্তবায়নের জন্য নিয়মিত জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী, ঔষধ এবং এমএসআর (যন্ত্রপাতি) ক্রয়/ সংগ্রহ কার্যক্রম সম্পন্ন করে। ক্রয়/ সংগ্রহকৃত এ’সকল জন্ম নিয়ন্ত্রন সামগ্রী ও ঔষধ কেন্দ্রীয় পণ্যাগার মহাখালী ঢাকা এবং দেশের ২১টি আঞ্চলিক পণ্যাগার এর মাধ্যমে যথাসময়ে মাঠ পর্যায়ে সরবরাহ করা হয়।

সেবা গ্রহীতাদের কাছে সঠিক সময়ে জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে দেয়ার ওপর পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য তথা প্রজনন স্বাস্থ্য সেবার সফলতা একান্তভাবে নির্ভরশীল। সে লক্ষ্যে IDA এবং GOB অর্থায়নে ২০১২-১৩ অর্থ বছরে উপকরণ ও সরবরাহ ইউনিটের মাধ্যমে ক্রয়/ সংগ্রহকৃত গুরুত্বপূর্ণ জন্মনিয়ন্ত্রণ সামগ্রী, ঔষধ এবং এমএসআর এর তালিকা নিম্নরূপ -

জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী :

  ১. ইনজেক্টেবলস : ১৪.২ মিলিয়ন ভায়াল
  ২. ওরাল পিল : ১৫০ মিলিয়ন চক্র
  ৩. ইমপ্ল্যান্ট : ৪,০১,০০০ মিলিয়ন পিস (১ রড)
  ৪. কনডম : ১৫০ মিলিয়ন
  ৫. ডিডিএস কিটস : ৭৫,০০০ হাজার বক্স
  ৬. অটো ডেসট্রাক্ট সিরিঞ্জ : ১৩.৮ মিলিয়ন


প্রয়োজনীয় ঔষধ এর তালিকা :
  • ২০ মিলিয়ন ক্যাপসুল ডক্সিসাইক্লিন।
  • ৩০ মিলিয়ন ট্যাবলেট মেট্রোনিডজল।
  • ১ মিলিয়ন ট্যাবলেট সিপ্রোফ্লকসাসিন।
  • ৫০ মিলিয়ন ট্যাবলেট আয়রন উইথ ফলিক এসিড।
  • ১ মিলিয়ন ট্যাবলেট রেনিটিডিন।
  • ০.২ মিলিয়ন ট্যাবলেট ন্যাপ্রোক্সিন।

এমএসআর তালিকা :
  • ৮,০০০ হাজার এম আর কিটস (কিটস)।
  • ৩,০০০ সেট টিউবেকটমি কিটস।
  • ৫,০০০ সেট এনএসভি কিটস।
  • ৫৫০ পিস ওটি লাইট।

দ্রব্য সামগ্রী ও সেবা নিম্নরূপ :
  • ভেহিক্যাল জিপ ১০টি।
  • ভেহিক্যাল (এ.ভি. ভ্যান) ০৪টি।
  • মোটর সাইকেল ১৬৫ পিস।
  • বাইসাইকেল ৬,০০০ পিস।
  • গ্যাস ফিলিংস অক্সিজেন সিলিন্ডার।
  • স্টেশনারী উপকরণ ও সরবারাহ ইউনিট এবং কেন্দ্রীয় পন্যাগার এর জন্য।
  • কম্পিউটার (ল্যাপটপ) প্রিন্টার সহ- ৩৮ পিস।
উপকরণ ও সরবরাহ ইউনিটের দ্রব্য সামগ্রী বিতরন এবং রিপোর্টিং ব্যবস্থাকে ডিজিটাল করা হয়েছে। ক্রয়/ সংগ্রহ ও সরবরাহ ব্যবস্থা ট্রাকিং করার জন্য Supply Chain Information Portal নামে একটি ওয়েব বেইজ সফট ওয়ার স্থাপন করা হয়েছে, এই Portal এর মাধ্যমে জাতীয় এবং উপজেলা সমূহের মজুদ অবস্থা ও ক্রয়/ সংগ্রহ কার্যক্রমের চলমান অগ্রগতি বিষয়ে জানা যায়। এভাবে ক্রয়/ সংগ্রহ ও বিতরন ব্যবস্থাকে নিয়মিত মনিটরিং করে ’কন্ট্রাসেপটিভ সিকিউরিটি’ নিশ্চিত করা হচ্ছে।
 
 
 
Line